2024-09-20
agartala,tripura
রাজ্য

আহত কর্মী-সমর্থকদের খোঁজখবর নেন প্রণজিৎ

জনতার কলম, ত্রিপুরা,উদয়পুর প্রতিনিধি:- শুক্রবার দুপুরে গোমতী জেলার নতুন বাজার এলাকায় ভারতীয় জনতা পার্টির এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান বক্তা ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই জনসভাকে ঘিরে নতুন বাজার এবং মালবাসা নির্বাচনী ক্ষেত্রের কর্মীসমর্থকরা জমায়েতে হাজির হয়েছিলেন। সভাশেষে আগত কর্মীসমর্থকরা বাড়ির উদ্দেশ্যে ছোট গাড়ি করে রওনা দেয়। কিন্তু হঠাৎ চেলাগাং লারকি দোকান এলাকায় কর্মীদের নিয়ে ছোট গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এই যান দুর্ঘটনায় চারজন বিজেপি কর্মীর মৃত্যু হয়। এছাড়া 30 জন বিজেপি কর্মী সমর্থক গুরুতর আহত হয়। এরমধ্যে একজন বিজেপি কর্মী গোমতী জেলা টেপানিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে শনিবার সকালে টেপানিয়া জেলা হাসপাতালে ছুটে যান কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় । সাথে ছিলেন গোমতী জেলার জেলা সভাধিপতি স্বপন অধিকারী, সহকারি সভাধিপতি দেবল দেবরায় সহ আরো অনেকে। দুর্ঘটনায় আহত হওয়া বিজেপি কর্মী সমর্থকদের সাথে কথা বলেন কৃষিমন্ত্রী। আহত কর্মী-সমর্থকদের খোঁজখবর নেন কৃষিমন্ত্রী । কথা বলেন হাসপাতালের ডাক্তারদের সাথে। পরবর্তী সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান আহত কর্মী-সমর্থকদের পাশে রয়েছে রাজ্য সরকার এবং বিজেপি পার্টি। তাদের সবরকম সাহায্য হাত বাড়িয়ে দেওয়া হবে । এদিন কৃষিমন্ত্রী কে কাছে পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা আহত কর্মীসমর্থকরা গোটা দুর্ঘটনার বিষয় নিয়ে কথা বলেন সরাসরি মন্ত্রীর সাথে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service