2024-12-19
agartala,tripura
রাজ্য

দেশের স্বার্থে শহিদ হলেন রাজ্যের বীর সন্তান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-কাশ্মীরে দেশের স্বার্থে শহীদ হলেন রাজ্যের এক বীর সন্তান। বৃহস্পতিবার জঙ্গিদের গুলিতে মারা যান 2 সিআরপিএফ জওয়ান। তাদের মধ্যে ছিলেন ত্রিপুরার সু -পুএ। দেশের সুরক্ষায় ভূস্বর্গে নিজের রক্ত ঝরালে তিনি। এই বীর জোয়ান এর নাম মঙ্গ রাম দেববর্মা (৫৫)। তার বাড়ি দক্ষিণ জেলার তৈদুতে। বাড়িতে স্ত্রী ছাড়াও দুই মেয়ে ও এক পুত্র সন্তান রয়েছে। জঙ্গিদের গুলি খেয়েছেন তিনি। একের পর এক গুলি লাগলেও কোনভাবেই পিছিয়ে যাই এই বীর। ভূস্বর্গের সুরক্ষা দিতে গিয়ে নিজের রক্ত ঝরালেন। পরবর্তী সময়ে সিআরপিএফের 73 নম্বর বাহিনীর অন্য জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে যাওয়ার আগেই পালিয়ে যায় জঙ্গিরা। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় চারজনকে নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। জানা গেছে করুণা অতি মাড়ির পর ছুটিতে একবার বাড়ি এসেছিলেন মঙ্গ রাম। কাশ্মীরের সুরক্ষায় দ্রুত পৌঁছে গিয়ে আবার নেমে পড়েন বন্দুক হাতে নিয়ে। শেষ পর্যন্ত জঙ্গিদের গুলিতে মারা যান তিনি। এই বীরের দেহ শনিবার ত্রিপুরার মাটিতে আনা হতে পারে বলে মনে করছেন পরিজনরা। জঙ্গিদের গুলিতে মৃত মঙ্গ রামের বিষয়ে খোঁজ নিচ্ছেন ত্রিপুরায় সিআরপিএফ এর সদর দপ্তর। জানা গেছে দেহটি আগরতলা গেলে প্রথমে নেওয়া হবে সিআরপিএফের সদরদফতরে। সেখানে সম্মান জানানো হবে শহীদের প্রতি। বীর জোয়ান এর এই আত্মত্যাগের খবর রাজ্যে আসতেই গোটা ত্রিপুরাবাসী শোকেডুবে যায়। প্রসঙ্গত দেশ সেবা করতে গিয়ে শহীদ হয়েছেন এমন রাজ্যের বীর আরো অনেক রয়েছেন এর মধ্যে যুক্ত হল মঙ্গ রাম।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service