জনতার কলম, ত্রিপুরা, আগরতলা, প্রতিনিধিঃ- মৃতদেহ নিয়ে রাজধানীর এক ব্যবসায়ী প্রতিষ্ঠানের সামনে ধর্নায় বসে মৃতের স্ত্রী। ঘটনাকে কেন্দ্র করে সকালে আখাউড়া রোডে অপরূপা ভ্যারাইটিস ও কেক প্লাজার সামনে উত্তপ্ত হয়ে উঠে পরিবেশ। অভিযোগ এই প্রতিষ্ঠানের উত্তরাধিকারী ছিল ৩৪ বছর বয়সী অয়ন পাল। সোমবার ভোরবেলা ঘুমের মধ্যেই মৃত্যু হয় অয়নের। পারিবারিক সূত্রের খবর দীর্ঘদিন ধরেই লিভারজনিত রোগে ভুগছিল সে। রবিবার দিনও দোকানে এসেছিল অয়ন সোমবার হঠাৎই তার মৃত্যুতে হতবাক হয়ে পড়ে স্ত্রী। এদিন সকালে মৃতদেহটি নিয়ে দোকানের সামনে এসে দেখতে পায় কে বা কাহারা দোকানটি সিল করে দিয়ে গিয়েছে। এই অবস্থায় অসহায় স্ত্রী মৃতদেহটি নিয়ে এখানে বিক্ষোভ দেখাতে থাকে। এদিকে এই খবর চাউর হতেই কৌতুহলী জনতা এসে ভীড় জমায়। ঘটনাকে কেন্দ্র করে সাধারন মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। উল্লেখ্য দশ বছর আগে এক হত-দরিদ্র পরিবারের মেয়েকে বিয়ে করেছিল অয়ন, এর পরেই তার নিকট আত্মীয়রা বাড়ি থেকে বের করে দেয় তাকে এনিয়ে মৃতের স্ত্রীর বক্তব্য প্রায় কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ করার উদ্দেশ্যেই এই পরিস্থিতির সৃষ্টি করেছে এনিয়ে প্রচন্ড ক্ষুব্ধ হয়ে পরেছে অন্যান্য আত্মিয় পরিজনরাও।
রাজ্য
সম্পত্তি আত্মসাৎ এর উদ্দেশ্যে মৃত্যুকে অস্বিকার
- by janatar kalam
- 2021-03-22
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this