2024-12-18
agartala,tripura
রাজ্য

রাজধানীতে গড়ে উঠবে আইন বিশ্ববিদ্যালয় -মুখ্যমন্ত্রী

জনতার কলম, ত্রিপুরা , আগরতলা, প্রতিনিধি:- খুব শীঘ্রই আগরতলায় গড়ে তোলা হবে আইন বিশ্ববিদ্যালয়। জাতীয় স্তরে সামঞ্জস্যপূর্ণ উন্নত পরিকাঠামো থাকবে এই বিশ্ববিদ্যালয়ে। উত্তর পূর্বের সবচেয়ে বড় আইন বিশ্ববিদ্যালয় মাথা তুলে দাঁড়াবে রাজধানী আগরতলায়। যার ফলে রাজ্যের ছাত্রছাত্রীদের পাশাপাশি অন্যান্য রাজ্য থেকেও ছাত্রছাত্রীরা এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে। এই বিশ্ববিদ্যালয় রাজ্যের আইন ব্যবস্থাকে আরো সুদৃঢ় করবে। জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শনিবার ত্রিপুরা উচ্চ আদালতের সপ্তম বার্ষিক জুডিশিয়াল কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শ্রী দেব আরো জানান ২০২১-২২ অর্থবর্ষের বাজেটে এই বিশ্ববিদ্যালয় গড়ে তোলার প্রস্তাব রাখা হয়েছে। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উচ্চ আদালতের বিশিষ্ট আইনজীবীরা। সপ্তম বার্ষিক জুডিশিয়াল কনক্লেভকে কেন্দ্র করে আইনজীবীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ করা যায়। এদিন আইনজীবীরা নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু দাবি দাওয়া মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন।
Attachments area

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service