জনতার কলম ত্রিপুরা, আগরতলা, প্রতিনিধি :- বর্তমান সমাজে নারীঘটিত অপরাধ ক্রমশ বেড়েই চলছে। নারীরা ঘর থেকে বেরোতে পারছে না অজানা এক আতঙ্ক তাদের মনে বিরাজ করছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন এরা। এনিয়ে প্রশাসনের দৃশ্য আকর্ষণ করলেও কোন পদক্ষেপ নিতে পারছেন না প্রশাসন। অভিযুক্ত ধরা পড়লেও কোন এক অজ্ঞাত কারণে ছাড় পেয়ে যাচ্ছেন অভিযুক্ত, আর এইভাবে সমাজে পদদলিত হচ্ছে রাজ্যের প্রশাসন। ইতিমধ্যে রাজ্যে চলছে রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে সচেতনতা শিবির আর এই শিবির চলাকালীনের মধ্যেই রাজধানীতে চিকিৎসার জন্য আসা এক গর্ভবতী মহিলা শিকার হলেন শ্লীলতাহানির। জানা যায় রাজধানীর আইজিএম হাসপাতালে চিকিৎসার জন্য আসেন এক দম্পত্তি এবং চিকিৎসা সারার পর বটতলা বাজারে আসেন কেনাকাটা করার জন্য, তারপর বাড়ি ফেরার পথে প্যারাডাইস চৌমুহনী এলাকায় পৌঁছতেই অচেনা ওই যুবকটি মহিলাটির হাতে ধরে ফেলে ও মহিলাটির চিৎকার শুনে স্বামী অভিযুক্তকে ধরে ফেলে , তারপর ঘটনাটি রাজ্যের কৃষি ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের সরকারি আবাসের সামনে হওয়ায় আবাসে থাকা আরক্ষা বাহিনী এসে অভিযুক্ত যুবকটিকে ধরে ফেলে এবং পশ্চিম থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে যুবকটিকে গ্রেপ্তার করে নিয়ে যায়। শ্লীলতাহানির ঘটনার অভিযুক্তকে নিয়ে কি পদক্ষেপ নেয় রাজ্যের পুলিশ প্রশাসন সেটাই এখন দেখার বিষয়।
রাজ্য
রাজধানীতে চিকিৎসা করতে এসে শ্লীলতাহানির শিকার এক গর্ভবতী মহিলা
- by janatar kalam
- 2021-03-20
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this