জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যে নারীঘটিত অপরাধ ক্রমশ বৃদ্ধি পেয়ে চলছে। এই অপরাধ মূলক কার্যকলাপ থেকে নারীদের মুক্ত করার জন্য কি ধরনের আইনি সহায়তা প্রদান করা দরকার তা নিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় মহিলা কমিশনের পক্ষ থেকে সচেতনতা শিবির অনুষ্ঠিত করা হয়, তারই পরিপ্রেক্ষিতে পশ্চিম ত্রিপুরা জেলায় দুর্গা চৌমুহনী বিপণিবিতান হলে সমাজের বিভিন্ন নারীদের নিয়ে এক সচেতনতা শিবির এর আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী এবং কমিশনের সদস্যা ডালিয়া সিংহ মহোদয়া। এদিন মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন এই জঘন্য অপরাধ মূলক কার্যকলাপ থেকে মুক্ত হতে সহায়তা প্রদানে নারীদের কি ধরনের আইনি সাহায্য প্রদান করা যায় তা নিয়ে আলোচনা করা হচ্ছে এই শিবিরে। এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে নারীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
Leave feedback about this