জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- চলতি অর্থ বছরে আর মাত্র পক্ষকাল বাকি। এর পরই শুরু হচ্ছে নতুন অর্থবর্ষ। প্রায় শেষ হয়ে যাওয়া অর্থবর্ষে রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অগ্রগতি এবং কাজকর্মের খতিয়ান মূল্যায়ন করার লক্ষ্যে সোমবার এক বৈঠকের আয়োজন করা হয় কৃষি দপ্তরে। বৈঠকের পৌরহিত্য করেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষকদের আয় ২০২২ সালের মধ্যে দ্বিগুণ করার যে লক্ষ্যমাত্রা ধার্য করে দিয়েছিলেন সেই দিশায় কাজ করে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজ্য সরকারের কৃষি ও কৃষি কল্যাণ দপ্তরও সেই লক্ষ্য ধরে কাজ করে চলেছে। ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে শতভাগ চেষ্টা করে চলেছে বর্তমান রাজ্য সরকারের কৃষি দপ্তর। চলতি অর্থবর্ষে কৃষি ও কৃষকের কল্যাণ দপ্তর কি ধরনের কাজ করেছে তা খতিয়ে দেখতে আজ এক বৈঠকে মিলিত হন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। রাজ্য কৃষি দপ্তরের কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন দফতরের অধিকর্তা সি কে জমাতিয়া সহ কৃষি দপ্তরের বিভিন্ন আধিকারিকরা।
janatar kalam Blog রাজ্য কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে শতভাগ চেষ্টা করে চলেছে বর্তমান রাজ্য সরকার- প্রনজিৎ সিংহ রায়
Leave feedback about this