2024-12-18
agartala,tripura
রাজ্য

শুরু হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চমাধ্যমিকের প্রাকটিক্যাল পরীক্ষা

জনতার কলম ত্রিপুরা, আগরতলা, প্রতিনিধিঃ- শুরু হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চমাধ্যমিকের প্রাকটিক্যাল পরীক্ষা। মোট ৭ টি বিষয় যযথাক্রমে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, জিওগ্রাফি, মিউজিক, সাইকোলজি ও স্ট্যাটিসটিক্স। এদিন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড. ভবতোষ সাহা জানিয়েছেন, ৩০ মার্চের মধ্যেই সম্পন্ন করার নির্দেশ রয়েছে এই পরীক্ষাগুলিকে। কারণ এই সময়ের মধ্যে ছাত্র-ছাত্রীদের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা রয়েছে বলেও তিনি জানান। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিতে ছাত্র-ছাত্রীদের যাতে কোনও ধরনের অসুবিধার সম্মুখীন হতে না হয়, সে বিষয়টিও নজর রাখার নির্দেশ রয়েছে আগে থেকেই। তিনি জানান, পর্ষদ কর্তৃপক্ষ এই বিষয়টিতে খেয়াল রেখেই সুচি তৈরি করেছে সেই অনুযায়ী। পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে এবছর অন্যান্যবারের মতোই বায়োলজি, কেমিস্ট্রি এবং ফিজিক্স এর ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের সংখ্যা তুলনামূলকভাবে একটু বেশি মাত্রায় রয়েছে। পর্ষদ সভাপতি জানিয়েছেন, মোট ২৫ নম্বরের প্র্যাকটিক্যাল পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে ২০ নম্বর থাকছে এই প্র্যাকটিক্যাল এর ক্ষেত্রে। বাদবাকি ৫ নম্বর প্রি বোর্ড থেকে জানানো হবে বলে তিনি জানান। প্রি বোর্ড এর ক্ষেত্রে এ বছর আগামী ১ এপ্রিল থেকে পরীক্ষা গ্রহণের কথা থাকলেও এডিসি নির্বাচনের কারণে পরীক্ষা পিছিয়ে ৯ এপ্রিল করা হয়েছে। পরীক্ষা শেষ হবে আগামী ২৮ এপ্রিল।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service