জনতার কলম ত্রিপুরা, আগরতলা, প্রতিনিধিঃ- গোটা দেশের মানুষ করোনা মহামারী প্রকোপ থেকে কিছুটা রেহাই পেলেও সমগ্র বিশ্ব জুড়ে অতি মারি আবার নিজের থাবা বসাতে ব্যাকুল হয়ে উঠেছে তাই এই মহামারী থেকে দেশবাসীকে বাঁচাতে সঠিক সময় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর কাছে পৌঁছে দিয়েছেন করোনা প্রতিষেধক। ইতিমধ্যে দেশে একাংশ নাগরিক এই করোনা প্রতিষেধক নিয়েছেন কিন্তু অধিকাংশ নাগরিক এই প্রতিষেধক নেওয়ার ক্ষেত্রে আতঙ্কিত হয়ে রয়েছেন তাই দেশবাসী আতঙ্ক কাটাতে দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি নিজে এই প্রতিষেধক নিয়েছেন এবং সকলকে এই মহামারী থেকে রক্ষার্থে এই প্রতিষেধক নেওয়ার জন্য আহ্বান করেন। তারই পরিপ্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলের বিধায়ক তপন চক্রবর্তী আজ করোনা প্রতিষেধক নিয়ে নিজের অভিজ্ঞতা ব্যক্ত করেছেন এবং রাজ্যের সকল অংশের মানুষ কে মহামারী থেকে নিজেকে বাঁচাতে এই প্রতিষেধক নেওয়ার জন্য আহ্বান জানান পাশাপাশি রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় ও এই প্রতিষেধক নিয়েছে এবং ষাটোর্ধ্ব নাগরিকদের প্রতিষেধক নেওয়া অত্যন্ত জরুরি বলে নিজের অভিমত ব্যক্ত করলেন। তাছাড়া এদিন রাজ্য সরকারি শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ করোনা প্রতিষেধক নিয়ে নিজ অভিজ্ঞতা ব্যক্ত করেন এবং যাদের মধ্যে এখনো এই প্রতিষেধক নিয়ে আতঙ্ক বিরাজ করছে তাদেরকে সমস্ত রকম আতঙ্ক কাটিয়ে নিজের পরিবারের স্বার্থে, সমাজের স্বার্থে এগিয়ে এসে এই প্রতিষেধক নেওয়ার জন্য আহব্বান রাখেন।
janatar kalam Blog রাজ্য করোনা ভ্যাকসিন নিলেন বিরোধী দলের বিধায়ক তপন চক্রবর্তী এবং রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়
Leave feedback about this