ভারত বাংলা পর্যটন উৎসবে যোগদান দিতে আসলেন বাংলাদেশের বিধানসভার স্থায়ী কমিটির সভাপতি এবং মুখ্য সচেতক মহম্মদ অবদাস শাহিদ । এদিন রাজ্যে এসে তিনি সৌজন্যমূলক সাক্ষাৎ করলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস, বিধায়ক সুদীপ রায় বর্মন ও বিধায়ক আশিস সাহার সঙ্গে । এদিন বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ বিধানসভার মুখ্য সচেতক ভারত বাংলা পর্যটন উৎসব সম্পর্কে বলতে গিয়ে বলেন বাংলাদেশের যে কৃষ্টি সংস্কৃতি রয়েছে এবং ত্রিপুরার মধ্যে যে কৃষ্টি সংস্কৃতি রয়েছে তা জানা । পাশাপাশি তিনি আরো জানান এই পর্যটন উৎসবের ফলে ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে যে মেলবন্ধন রয়েছে তা শক্তিশালী করা এবং এই মেলবন্ধনের ফলে শুধু অর্থনীতিই না মন মানসিকতাকেও শক্তিশালী করবে ও আগামী ১৭ই মার্চ বাংলাদেশের জাতির পিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ উপলক্ষে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ও উপস্থিত থাকবেন বলে জানান ।
janatar kalam Blog রাজ্য এই পর্যটন উৎসব শুধু অর্থনীতিই না মন মানসিকতাকেও শক্তিশালী করবে: মহম্মদ অবদাস শাহিদ
Leave feedback about this