জনতার কলম ত্রিপুরা, আগরতলা, প্রতিনিধিঃ- আশা কর্মী ও সহযোগীদের সরকারি কর্মচারী হিসেবে ঘোষণা করা এবং আশা কর্মীদের 18 হাজার এবং সহযোগীদের 24 হাজার করে বেতন ভাতা প্রদান ও আশা সহযোগীদের 20 দিনের পরিবর্তে 30 দিনের কাজ দেওয়াসহ 12 দফা দাবির ভিত্তিতে সারাদেশব্যাপী ভারতীয় মজদুর সংঘের অন্তর্গত এক মিছিলের মধ্য দিয়ে জেলাশাসকের নিকট ডেপুটেশনে মিলিত হন আশা কর্মীরা। এদিন এক আশা কর্মী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিমত ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন আশা কর্মীরা সমাজের সকল স্তরের মানুষের সাহায্যার্থে এগিয়ে আসেন এবং করোনা মহামারীর সময় নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জনসাধারণের স্বার্থে সতর্ক করার উদ্দেশ্যে কাজ করেছেন এবং আজও তা করে যাচ্ছেন। তাছাড়া আশা কর্মীরা প্রতিনিয়ত নিজেদের কথা চিন্তা না করে জনস্বার্থে নিজেদের দায়িত্বে সচল রয়েছেন তাই দেশব্যাপী তাদের এই দাবিগুলি নিয়ে প্রত্যেকটি জায়গা মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করবেন এবং রাষ্ট্রবাদি সরকার তাদের এই দাবি পূরণে সদর্থক ভূমিকা নেবেন বলে আশা ব্যক্ত করলেন।
janatar kalam Blog রাজ্য ১২ দফা দাবিতে গোটা দেশব্যাপী ডেপুটেশন প্রদান কর্মসূচিতে ত্রিপুরা আশা কর্মী সংঘ
Leave feedback about this