2024-12-19
agartala,tripura
রাজ্য

আসন্ন এডিসি নির্বাচনের বাগমা এবং কাঠালিয়া রাজাপুর কেন্দ্রের প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিল

জনতার কলম, ত্রিপুরা,উদয়পুর প্রতিনিধি:- পাহাড়ে নির্বাচনের দিনক্ষণ যত সামনের দিকে এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে পাহাড়জুড়ে। শুক্রবার দুপুরে আসন্ন এডিসি নির্বাচনে ২০ কিল্লা বাগমা আসনের বিজেপি মনোনীত প্রার্থী জয় কিশোর জমাতিয়া ও ২২ কাঠালিয়া, মির্জা, রাজাপুর কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী পদ্মলোচন ত্রিপুরা এদিন দুপুরে উদয়পুর মহকুমা শাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসার অনিরুদ্ধ রায় এর নিকট মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলের সময় বিজেপি মনোনীত দুই প্রার্থীর সাথে ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক ও গোমতী জেলার বিজেপি জেলা সভাপতি অভিষেক দেব রায় সহ আরো অনেকে। শুক্রবার সকাল এগারোটা নাগাদ উদয়পুর ভগিনী নিবেদিতা বিদ্যালয়ের ময়দানে দুই কেন্দ্রের বিজেপি কর্মীরা প্রথমে জমায়েতে অংশ নেয়। পরে ভগিনী নিবেদিতা বিদ্যালয়ের ময়দান থেকে এক মহা মিছিল শুরু হয় উদয়পুরের রাজপথে । মিছিলে পা মেলান ত্রিপুরা প্রদেশের রাজ্য বিজেপি সভাপতি মানিক সাহা, ত্রিপুরা সরকারের পরিবহন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক রাম পদ জমাতিয়া, সাংসদ প্রতিমা ভৌমিক ,বিজেপি প্রদেশের সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ বিজেপি জেলা ও রাজ্য স্তরের আরো অনেক নেতৃত্ব । এই দিনের মিছিলে পাহাড়ের জনজাতি অংশের বিজেপি কর্মীরা রাজপথে কমলা ঝান্ডা কে কাঁধে নিয়ে তপ্ত রোদের মধ্যেও তাদের দীপ্ত মিছিল উদয়পুরের রাজপথ কাঁপিয়ে মহকুমাশাসকের অফিসের সামনে এক জনসভার রূপ ধারণ করে ।শুক্রবার এর বিজেপি মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের পর এ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ প্রতিমা ভৌমিক বলেন 2018 সালের বিধানসভা নির্বাচনে এ রাজ্যে নতুন সরকার গঠিত হয়। কেন্দ্র ও রাজ্যের ডবল ইঞ্জিনের সরকার থাকার কারণে উন্নয়নের গতি দ্রুত বেগে শুরু হয়েছে। এবার এ রাজ্যে পাহাড়ের ভোটে জনজাতি ভোটাররা তৃতীয় ডবল ইঞ্জিনের সরকার গঠন করবে রাজ্যের পাহাড়। মোদি সরকারের তৃতীয় ডবল ইঞ্জিনে দ্রুত গতিতে পাহাড়জুড়ে শুরু হবে উন্নয়নের গতি। এছাড়া জনজাতি দের বিভিন্ন সুযোগ সুবিধা পৌঁছে দিতে কেন্দ্রীয় ও রাজ্য সরকার একসাথে সমন্বয় রেখেই কাজ করবে ত্রিপুরায়। এদিন সাংসদ প্রতিমা ভৌমিক থেকে শুরু করে রাজ্য স্তরের নেতারা এ দাবি করেন আগামী এই পাহাড় নির্বাচনে দুই কেন্দ্রের প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবে বলে তারা আশাবাদী। এই দিনের মিছিলে জনজাতি অংশের বিজেপি কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service