2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

আইনের সুশাসনে আক্রান্ত ৭২ বছরের বৃদ্ধা, ঘটনা শিবনগর এলাকায়

জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলাঃ- রাজ্যে সন্ত্রাসবাদ কায়েম রয়েছে। রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই রাজ্যের কোন না কোন প্রান্তে চলছে আক্রমন পালটা আক্রমণের মত ঘটনা। এই আক্রমন থেকে বিশেষ করে বাদ যায়নি বিরোধী দলের নেতা কর্মীরা। বিজেপি আইপিএফটি জোট সরকার পরিচালিত এই রাজ্যে সাধারন জনগন কতটা নিরাপদ সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে বিভিন্ন মহলে। এবার ন্যাকারজনক হিংসাত্মক আক্রমনের শিকার হলেন ৭২ বছরের এক মহিলা। নাম ভারতী রায়। ন্যাকারজনক এই ঘটনাটি সংগঠিত হয়েছে রাজধানীর শিবনগর এলাকায়। জানা যায় অপরিচিত কয়েকজন ব্যাক্তি শিবনগর এলাকার বাসিন্দা ৭২ বছরের বৃদ্ধার বাড়িতে ঢুকে তাকে মারধর করে নগদ টাকা পয়সাসহ কাগজে সই করিয়ে নিয়ে যায় ও বৃদ্ধাকে মারধর করে বলেও খবর। এই ঘটনার খবর পেয়ে পূর্ব থানার ওসি সরোজ ভট্টাচার্যের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী বৃদ্ধার বাড়িতে ছুটে যায় এবং আক্রান্ত মহিলাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে দেয় এবং ঘটনার তদন্ত শুরু করে দেয়। রাজ্যে প্রতিনিয়ত এইভাবে সন্ত্রাসের ফলে রাজ্যের সাধারন জনগন অতিষ্ঠ হয়ে উঠেছে। পাশাপাশি রাজ্যে আইনের শাসন নিয়ে অভিযোগ উঠতে শুরু হয়েছে। রাজ্যের আইনের রক্ষকদের সাধারন জনগনের একটাই দাবী সন্ত্রাসবাদ চালানো দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির পদক্ষেপ নেওয়া।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service