চেক বাউন্সের কেইসে জেল হয়েছিল বিপ্লব পাল নামক এক ব্যাক্তির । ঘটনা সূত্রে জানা যায় জনৈক এক ব্যাক্তিকে একটি চেক দিয়েছিল মৃত বিপ্লব পাল , চেকটি বাউন্স হওয়ার পর জনৈক সেই ব্যাক্তি বিপ্লব পালের নামে একটি কেস করে । ফলে বিপ্লব পালকে হাজতে নিয়েছিল পুলিশ। হাজতে নেওয়ার কয়েকদিন পর তিনি উনার স্ত্রীকে ফোন করে বলেন জিবি হাসপাতালে আসার জন্যে । এদিন মৃত বিপ্লব পালের স্ত্রীকে বিপ্লব পালকে হাসপাতালে আনার কারণ জিজ্ঞাসা করা হলে জানা যায় হার্নিয়া রোগের অপারেশন করতে গিয়ে বিপ্লব পালের হাতের নার্ভ কেটে যায় , নার্ভ কেটে যাওয়ার ফলে পর পর দুবার অপারেশন করার পর মৃত্যু হয় বিপ্লব পালের ।
রাজ্য
ভুল চিকিৎসার ফলে প্রাণ হারিয়েছে বিপ্লব পাল অভিযোগ পরিবারের লোকজনদের
- by janatar kalam
- 2020-02-20
- 0 Comments
- Less than a minute
- 5 years ago
Leave feedback about this