জনতার কলম, ত্রিপুরা,উদয়পুর প্রতিনিধি:- বুধবার উদয়পুর মহাকুমার অন্তর্গত টি টি এ ডি সি নির্বাচনে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মন এর গঠিত তৃপ্রা মথা রাজনৈতিক আঞ্চলিক দলের সমর্থনে মনোনীত প্রার্থী কিল্লা বাগমা আসনে পূর্ণ চন্দ্র জমাতিয়া এবং মির্জা কাঠালিয়া আসনে মনোনীত প্রার্থী ডেভিড মুরাসিং উদয়পুর মহকুমা শাসকের নিকট মনোনয়নপত্র জমা দেয়। দুই প্রার্থী জয় নিয়ে নিশ্চিত বলে জানায়। এবং মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মন এর দল একমাত্র তিপ্রা জাতি উন্নয়ন এবং জনজাতির সমাজের উন্নয়ন করতে পারবে বলে দাবি করে প্রার্থীগণ।
Leave feedback about this