জনতার কলম,ত্রিপুরা, আগরতলা প্রতিনিধি :- সম্প্রতি রাজ্যে এডিসি নির্বাচনসহ দেশের পাচটি রাজ্যে বিধানসভা নির্বাচন সংঘটিত হতে চলছে৷ আর এই নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে ও দেশের বিভিন্ন জায়গার রাজনৈতিক দলগুলো প্রচার চালাচ্ছে জোর কদমে। তারই পরিপ্রেক্ষিতে গোয়াহাটি নির্বাচনী প্রচারে যান AICC সদস্য রতন দাস। এই নির্বাচনী ছিলেন বিঃপুরিয়া সমষ্টি(109) বিধানসভা নির্বাচনে ভারতের জাতীয় কংগ্রেসের প্রার্থী, তথা, সর্বভারতীয় কংগ্রেসের সম্পাদক, ত্রিপুরার ইনচার্জ ভূপেন কুমার বৱা। তাছাড়া এদিন নির্বাচনী প্রচার শেষে নেতৃত্বরা একটি বৈঠকে মিলিত হন এবং শিক্ষা, স্বাস্থ, পানিয় জল ও বেকারদের কর্মসংস্থান ইত্যাদি বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
Leave feedback about this