2024-12-16
agartala,tripura
রাজ্য

কৃষক বিরোধী আইন প্রত্যাহারের দাবিতে রাজধানী কাঁপালো কংগ্রেস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী আইনের প্রতিবাদে সমগ্র দেশে কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয় তারই পরিপ্রেক্ষিতে রাজ্যেও প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিবাদ কর্মসূচি হাতে নেওয়া হয় এবং কৃষক বিরোধী কালো আইন প্রত্যাহারের দাবিতে রাজ্যপালের নিকট ডেপুটেশন এবং বিক্ষোভ প্রদর্শন করেন প্রদেশ কংগ্রেস এবং যুব কংগ্রেস। কিন্তু রাজ্যপালের নিকট ডেপুটেশন প্রদান করতে পারিনি তার আগেই প্রশাসনের তরফ থেকে আটকে দেওয়া হয়। পরবর্তী সময়ে প্রশাসনের সাথে কথা বলে কংগ্রেসের ৫জনের প্রতিনিধি দল রাজ্যপালের সাথে সাক্ষাৎকারে যায় ও তাদের দাবি-দাওয়া রাজ্যপালের নিকট তুলে ধরেন। এ দিনের কর্মসূচি থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস কৃষি আইন বাতিলের জন্য সুপ্রিম কোর্ট যে কমিটি গঠন করে দিয়েছিল সেই কমিটিকে নরেন্দ্র মোদির অস্ত্র হিসাবে আখ্যায়িত করেন এবং কমিটিটিকে বাতিল করার জোরালো দাবি রাখেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service