2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

বন্দুকসহ ধৃত চার জঙ্গিগোষ্ঠী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যে আবারো এনএলএফ টি জঙ্গিগোষ্ঠী সক্রিয় হয়ে উঠছে। বিগত কিছুদিন আগে বিএসএফের আইজি সুশান্ত কুমার সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন রাজ্যে এনএলএফটি জঙ্গিগোষ্ঠী ত্রিপুরা রাজ্যে আবার ঘাঁটি বাধতে শুরু করেছে। সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে টাকারজ্লার উজান ধনিয়াছড়া এলাকা থেকে চারজন এনএলএফটি জঙ্গি কে আটক করে টাকারজলার থানার পুলিশসহ টিএসআর বাহিনী। চারজন জঙ্গিদের নাম হল লাল থান রিয়াং, জীবন রিয়াং, গনরাম রিয়াং, সিংহঘমনি রিযাং তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ তাজা বুলেট উদ্ধার করা হয়। এনএলএফটি এই চার জঙ্গিকে মঙ্গলবার সকালে আগরতলার নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদের জন্য সেদিন জিজ্ঞাসাবাদকালে উপস্থিত ছিলেন টাকারজলার থানার ওসি রাজকুমার জমাতিয়াসহ পশ্চিম জেলার পুলিশ সুপার মানিক দাস। তাদেরকে জিজ্ঞাসাবাদে অনেক রহস্য বের হয়েছে। বিগত এক বছর ধরে রাজ্যে এনএলএফটি জঙ্গিগোষ্ঠী সক্রিয়ভাবে তাদের সংগঠনকে শক্তিশালী করার জন্য বহি রাষ্ট্র বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে রাজ্যে প্রবেশ করছেন এই খবর এসবি শাখার পুলিশের জানা থাকার কারণে টাকার জ্লার উজান ধনিয়া ছড়া থেকে আটক করতে সক্ষম হয়। রাজ্য পুলিশের উচ্চ পদাধিকারীরা তাদেরকে আরও বিশেষভাবে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন রাজ্যের আর কোন কোন জায়গায় এনএলএফটি জঙ্গিগোষ্ঠীগুলো আত্মগোপন করে আছেন। ত্রিপুরা রাজ্যের বর্তমান বিজিপি আইপিএফটি সরকারের আমলে রাজ্যে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করার জন্য এই জঙ্গিগোষ্ঠীগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service