2024-12-19
agartala,tripura
রাজ্য

আয়ুষ্মান ভারতে যুক্ত হল আই এল এস

বুধবার রাজধানীর আই এল এস হাসপাতালে এক সাংবাদিক বৈঠকের আয়োজন হয় । এই দিনের বৈঠকে আই এল এস হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা দেবাশীষ ধর জানান আই এল এস হাসপাতাল এখন আয়ুষ্মান ভারত যোজনাসহ বেশ কিছু আধুনিক চিকিৎসা পরিষেবার সাথে নিযুক্ত হয়েছে যার মধ্যে রয়েছে সি এইচ ডি সার্জারি ফর চিলড্রেন , জেনারেল সার্জারি ইত্যাদি । তিনি আরো জানান রাজ্যের ৩৮ টি বাচ্চার মধ্যে ১৫ টি বাচ্চার এই সি এইচ ডি সার্জারি করা হয় যার মধ্যে ৫জন বাচ্চা সুস্থ রয়েছে । পাশাপাশি আই এল এস হাসপাতাল এখন এন্ট্রি লেভেল এন এ বি এইচ এব্রিভিয়েশনের অন্তর্ভুক্ত হয়েছে বলে জানান তিনি ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service