জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আগামী 17 ই মে 2021 সালের মধ্যে টি টি এ ডি সি নির্বাচন প্রক্রিয়া শেষ করার রায় ঘোষণা করলেন রাজ্যের উচ্চ আদালত। বিগত 17 মে টি টি এ ডি সি এলাকা স্বশাসিত জেলা পরিষদ রাজ্যপালের হস্তান্তর করা হয়। রাজ্যের রাজ্যপাল একটি প্রশাসনিক কমিটি গঠন করে তাদের উপর টিটি এডিসি পরিচালনার দায়িত্ব দেন কিন্তু তারপরও ছয় মাসের সময়সীমা শেষ হয়ে যায় নভেম্বর মাসের 17 তারিখ 2020 সাল। টি টি এডিসি এলাকায় নির্বাচনের জন্য উচ্চ আদালতে একটি পিটিশন দায়ের করা হয় সেই পিটিশন মূলে উচ্চ আদালতে দুই দুইবার শুনানি হয় তাতে সরকার পক্ষের আইনজীবীরা এই মামলার মূলে রাজ্য সরকারের বিভিন্ন কারণ দর্শানো করানো হয়। মঙ্গলবার ১২ জানুয়ারি এর মামলা উচ্চ আদালতে তোলা হলে আদালত থেকে রাজ্য সরকারকে নির্দেশ জারি করেন আগামী 17 মে 2020 সালের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করার জন্য তৎসঙ্গে আরো জানিয়েছেন যদি রাজ্য সরকার ও নির্বাচন কমিশন সবদিক দিয়ে প্রস্তুত থাকেন তাহলে এর আগেই নির্বাচন প্রক্রিয়া শেষ করার জন্য। বিগত আর একমাস যাবত ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন নিয়ে অনেক জল ঘোলা হলেও শেষ পর্যন্ত উচ্চ আদালতের শুনানিতে রাজ্য সরকারকে 17 মে 2021 সালের মে মাস পর্যন্ত সময়সীমা বেঁধে দেন। ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচন উচ্চ আদালতের রায় ঘোষণার পর রাজ্য সরকার এখন নির্বাচন প্রক্রিয়া করার জন্য কতটুকু এগিয়ে আছেন সে দিকে তাকিয়ে আছে ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের এলাকাগুলো।
janatar kalam Blog রাজ্য এডিসি নির্বাচন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে রাজ্য সরকারকে সময়সীমা বেঁধে দিল উচ্চ আদালত
Leave feedback about this