জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যে বার্ড ফ্লু সংক্রান্ত বিষয়ে রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী সান্তনা চাকমা নিজ বাসভবনে সাংবাদিক বৈঠকের ডাক দেন। বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন রাজ্যে এখনও বার্ড-ফ্লু আসেনি 2008 সালের জুলাই মাসে প্রথম হয়েছিল এবং সর্বশেষ 2012 সালের জুলাই মাসে হয়েছিল বলে জানান, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে দেশের বিভিন্ন রাজ্য যেমন কেরল, মহারাষ্ট্র, গুজরাট, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান এই রাজ্যগুলিতে বার্ড ফ্লু দেখা দিয়েছে। কেন্দ্র সরকারের সহযোগিতায় এবং রাজ্য সরকারের তৎপরতায় রাজ্যে এখনও বার্ড ফ্লু পৌঁছায়নি বলে জানান সে ক্ষেত্রে হাঁসের ডিম মুরগির ডিম কিংবা মাংস ভাল করে সিদ্ধ করে খাওয়া যাবে বলে জানান প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা। তাছাড়া মাংস কিংবা ডিম এক জেলা থেকে অন্য জেলায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে স্যাম্পল টেস্ট করে নেওয়ার আদেশ দিয়েছেন তিনি সেদিকে লক্ষ্য রেখে রাজ্যের সমস্ত জেলায় প্রাণিসম্পদ বিকাশ দপ্তর গুলিকে সতর্ক করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
Leave feedback about this