জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- দেশকে বাঁচাতে আইনজীবিদের ঘুরে দাঁড়াতে হবে। আইনজীবীদের বুঝতে হবে তারা প্রথমে মানুষ। তারপর তারা আইনজীবী। কি পয়সা পেলেন কি পেলেন না, সেটা বড় বিষয় নয়। দেশকে রক্ষা করতে হবে। আইনজীবীদের ভূমিকা নিতে হবে। সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। শনিবার টাউন হলে সারা ভারত আইনজীবী ইউনিয়নের ১৫ তম ত্রিপুরা রাজ্য সম্মেলন থেকে এমনটাই অভিমত ব্যক্ত করলেন বিরোধী দলনেতা মানিক সরকার। দেশ এবং রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার হওয়াতে দিল্লিতে যা ঘটছে তার প্রতিফলন ঘটছে রাজ্যে। ২০১৪ সাল এবং ২০১৯ সালে বিজেপি যে কথা বলে সরকারে এসেছে বিজেপি এর কোনটাই বাস্তবায়িত করে নি। ফলে সাধারণ মানুষ এই সরকারের উপর আস্থা রাখতে পারছে না। এদিকে সরকারও মানুষকে নিজেদের আওতায় রাখতে পারছে না। সরকার ভয়ে আশ্বস্ত হয়ে ধারাবাহিকভাবে জনগণের বিরুদ্ধে সিদ্ধান্ত নিচ্ছে। আর এটা প্রতিহত করতে হবে। আর প্রতিহত না করতে পারলে ওটা দেশবাসীর উপর আঘাত আসবে। শুধু তাই নয়, দলের ভেতর এক গোষ্ঠী অপর গোষ্ঠী দ্বারা আক্রান্ত হচ্ছে। আর এটা একটা অংশের মানুষ চোখ খুলে দেখছে। আরেকটা অংশের মানুষ উপভোগ করছে বলে জানালেন বিরোধী দলনেতা মানিক সরকার।
Leave feedback about this