2024-12-18
agartala,tripura
রাজ্য

আজ থেকে শুরু হল রাজ্যের প্রতিটি জেলায় করোনা টিকাকরণ কর্মসূচি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-কোভিদ টিকাকরণের লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে সারাদেশের সাথে রাজ্যের যে স্বাস্থ্যকর্মীদের শনাক্ত করা হয়েছিল তাদেরকে নিয়ে শুক্রবার রাজ্যের প্রতিটি জেলায় কোভিদ টিকাকরণ ড্রাইরান চালু হলো। মহামারি করোনা ভাইরাসের প্রকোপ কালে সারাদেশের ও রাজ্যের মানুষ ভয়ে সেনিটাইজার এবং মাস্ক ব্যবহার শুরু করেন তাছাড়া এই মহামারীর প্রকোপ থেকে বাঁচার উপায় সন্ধানে যখন সকলে ব্যস্ত হয়ে পড়েন ঠিক তখনই চিকিৎসকরাও করোণা প্রতিষেধকের আবিষ্কারে লেগে পড়েন। দেরিতে হলেও চিকিৎসকরা প্রাণপণে চেষ্টা চালিয়ে আবিষ্কার করেন করোনা প্রতিষেধক আর এই প্রতিষেধক নিয়ে ড্রাইরান চালু হলো রাজ্যে। এদিন এক স্বাস্থ্য কর্মী প্রতিষেধক নেওয়ার পর অবজারভেশন থেকে বেরিয়ে জানান কোন রকম সমস্যা হয়নি বলে। তাছাড়া আগামী দিন রাজ্যের সাধারণ জনগণ যখন এই প্রতিষেধক নেবে তখন তাদের কোন অসুবিধা হবে না বলে ধারণা কথা জানান তিনি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service