জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ বিজেপি প্রদেশ কার্যালয়ে এক সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়। এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা এবং ত্রিপুরা প্রদেশের প্রভারী বিনোদ সোনকর। মেদিনীপুর থেকে এদিনের বৈঠক থেকে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা বলেন আগামী কিছুদিন পরে রাজ্যে হতে চলছে এ ডি সি নির্বাচন এ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনে কৌশল তৈরি করা এবং নির্বাচনী প্রক্রিয়া কে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাছাড়া রাজ্যে এডিসির ক্ষমতা বৃদ্ধি করা, এডিসির আসন সংখ্যা বৃদ্ধি করা, শক্তি বৃদ্ধি করা, টাকা বৃদ্ধি করা, এডিসি নাম বাতিল করে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল নাম দেওয়া, রাজ্য এডিসিতে 42 থেকে 43 টি ডিপার্টমেন্ট দেওয়া, এডিসিকে ভূমি অধিকার দেওয়া, জনজাতী মোর্চাকে শক্তিশালী করা এসব বিষয় নিয়ে রাজ্য প্রভারী আজকের বৈঠকে সামিল হয়েছেন বলে জানান। তাছাড়া যে সমস্ত বিষয় গুলো রাজ্য সরকারের আওতায় ছিল সে সমস্ত বিষয়গুলোকে রাজ্য সরকার স্বচ্ছতার সাথে পালন করেছে এবং যে সমস্ত বিষয় গুলো রাজ্য সরকারের আওতার বাইরে ছিল সেই বিষয়গুলো যেন বাস্তবায়িত হয় তার জন্য কেন্দ্রকে কেন্দ্রকে সুপারিশ করা হয়েছে বলে জানান। এই দিনের বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা, খাদি ও গ্রামোদ্যোগ ভবন এর চেয়ারম্যান রাজিব ভট্টাচার্য এবং প্রদেশ বিজেপি রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্তসহ দলের অন্যান্য নেতৃত্বরা।
janatar kalam Blog রাজ্য এডিসি নির্বাচন নিয়ে প্রদেশ বিজেপি প্রভারি দলীয় নেতৃত্বের সাথে বৈঠকে মিলিত হল
Leave feedback about this