জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিংহের সঙ্গে দিল্লিতে সাক্ষাৎ করেন এবং রাজ্যে সৈনিক স্কুল তৈরির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের তরফে পঞ্চদশ অর্থ কমিশনের অধীনে সৈনিক স্কুল স্থাপনের জন্য তহবিল মঞ্জুরের অনুরোধ করা হয়েছে। সেই কাজ সম্পন্ন হলেই সৈনিক স্কুল তৈরির কাজ রাজ্য সরকার গ্রহণ করবে বলে জানান তিনি। তাছাড়া প্রতিরক্ষামন্ত্রী ত্রিপুরায় সীমান্তবর্তী এলাকায় সড়কপথ তৈরির প্রকল্প ‘SETUK’-এর বাস্তবায়নের বিষয়ে রাজ্য সরকারের সহযোগিতা ও সমর্থন চেয়েছেন বলে জানান।
janatar kalam Blog রাজ্য কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর সাথে সাক্ষাৎকারে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব
Leave feedback about this