2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

ছেলের মৃত্যুর ন্যায্য বিচার ও সুষ্ঠ তদন্তের দাবীতে পশ্চিম জেলার এসপির দ্বারস্থ হল মা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- নিজ ছেলের মৃত্যুর ন্যায্য বিচার ও সুষ্ঠু তদন্তের দাবিতে পশ্চিম জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হল এক মা। গত ডিসেম্বর মাসে চোর সন্দেহে পিটিয়ে খুন করা হয়েছিল আগরতলা জিবি বাজার এলাকায় প্রসেনজিৎ সাহা নামে এক যুবককে। যদিও এই ঘটনার সাথে জড়িত 2 জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছিল পুলিশ। কিন্তু এই ঘটনার সাথে আরো যারা জড়িত আছে যারা প্রসেনজিৎকে বেধড়ক ভাবে মারধর করে মেরে খুন করেছে তাদেরকে যাতে অবিলম্বে গ্রেফতার করে পুলিশ এবং ঘটনাটি যাতে সুষ্ঠু তদন্ত হয়। সেই আশা নিয়ে আজ আগরতলা পুলিশ হেডকোয়ার্টারে প্রসেনজিৎ সাহা পরিবারের লোকজন এবং পাড়া-প্রতিবেশী মিলে এস পি সাহেবের নিকট একটি ডেপুটেশন প্রদান করেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে মৃত প্রসেনজিৎ সাহা মা ছেলের ঘটনাটি সম্পর্কে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এবং পশ্চিম জেলার এসপি ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের শাস্তি প্রদানের আশ্বাস দিয়েছেন বলে জানন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service