2024-12-17
agartala,tripura
রাজ্য

দলীয় সংগঠনকে চাঙ্গা করার উদ্দেশ্যে রাজ্য এলেন প্রদেশ বিজেপি রাজ্য প্রভারী বিনোদ সোনকর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বুধবার রাজ্যে এলেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের দায়িত্বপ্রাপ্ত প্রভারি বিনোদ সোনকর। এদিন মহারাজা বীর বিক্রম আন্তর্জাতিক বিমানবন্দরে রাজ্য প্রভারি কে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সহ-সম্পাদক টিংকু রায় এবং রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্য দলীয় কার্যকর্তারা। এদিন প্রভারি রাজ্যে আসা নিয়ে সাংবাদিকদের জানান দলীয় সংগঠনকে মজবুত এবং সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কাজ করার জন্য প্রভারী হিসেবে রাজ্যে আসা বলে জানান। তাছাড়া আগামী কিছুদিন পর রাজ্যে দুটি নির্বাচন রয়েছে সে সম্পর্কে তিনি বলেন ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের পার্টি, কার্যকর্তা এবং নেতৃত্ব মিলে নির্বাচনে অংশগ্রহণ করবেন ও 2018 সালে নির্বাচনের পুনরাবৃত্তি ঘটাবেন বলে জানান তিনি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service