তেলিয়ামুড়া প্রতিনিধি :- বিধ্বংসী ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মীভূত হয় ৩ টি বসত ঘর । ঘটনা তেলিয়ামুড়া থানাধীন আই অফিস সংলগ্ন এলাকায় । আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুঁটে যায় তেলিয়ামুড়া থেকে দমকলের ১ টি ইঞ্জিন । তবে অল্পেতেই রক্ষা পেল পার্শ্ববর্তী ঘন-বসতি বাড়িঘর গুলি । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য পরিস্থিতি । ঘটনার বিবরণে জানা যায়, আজ সোমবার বিকাল আনুমানিক ৪ টা ৩০ মিনিট নাগাদ হঠাৎ করে তেলিয়ামুড়ার আই অফিস সংলগ্ন এলাকায় স্থানীয় অরুপ দে র ঘরে ধোয়া উঠতে শুরু করে । সেই ধোঁয়া দেখতে দেখতে ও কোন কিছু বুঝার আগেই নিমেষের মধ্যেই বিধ্বংসী আগুনের লেলিহান শিখা সমস্ত ঘরে ছড়িয়ে পড়ে । শুধু তাই নয় একে একে বাড়িতে থাকা ওনার দুই ভাইয়ের ঘরেও আগুন ছড়িয়ে পড়ে । প্রথমাবস্থায় এলাকাবাসীরা দৌড়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং খবর দেয় তেলিয়ামুড়ার অগ্নি নির্বাপক দপ্তরে । কিন্তু তখন-ই হঠাৎ করে ঘরের মধ্যে থাকা ২ টি রান্নার সিলিন্ডার গ্যাস ফেটে তীব্র বিকট শব্দে আগুনের লেলিহান শিখা আরও ছড়িয়ে পড়ে । সঙ্গে সঙ্গেই তেলিয়ামুড়ার অগ্নি-নির্বাপক দপ্তরের দমকল কর্মীরা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও । কিন্তু বাড়ির কোন কিছুই রক্ষা করতে পারে নি । উল্লেখ্য, ক্ষনিকের মধ্যেই ওই বাড়ির ৩ টি বসত ঘর ও ঘরের যাবতীয় আসবাবপত্র সহ জীবন সংগ্রামের যাবতীয় কাগজপত্র সমস্ত কিছুই সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় । যদিও আগুন নিয়ে গোটা এলাকায়ই দেখা দেয় চাঞ্চল্যতা । কিন্তু তেলিয়ামুড়ার অগ্নি-নির্বাপক দপ্তরের কর্মীদের প্রচেষ্টায়-ই গোটা এলাকাকে রক্ষা করা সম্ভবপর হয় । প্রাথমিকভাবে জানা যায়, বিদ্যুতের শর্ট-সার্কিটের ফলেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত । তবে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে যে প্রায় ২০ লক্ষাধিক টাকা হবে এই বিধ্বংসী অগ্নিকান্ডে পরিবারের ক্ষয়ক্ষতির পরিমাণ । এই দিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তেলিয়ামুড়ার মহকুমা শাসক ভাস্বর ভট্টাচার্যী, তেলিয়ামুড়ার পৌর পরিষদের চেয়ারম্যান নিতিন কুমার সাহা সহ আরও অন্যান্যরা । তবে এইদিকে এই বিধ্বংসী অগ্নিকান্ডে সর্বস্বান্ত হওয়া এই দরিদ্র পরিবারটির হাতে আজকে তেলিয়ামুড়া পুর পরিষদের পক্ষ থেকে মোট ১৯ হাজার টাকা তুলে দেওয়া হয় ।।
Leave feedback about this