2024-12-18
agartala,tripura
রাজ্য

আজ থেকে শুরু হয়েছে পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণীর নিয়মিত ক্লাস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সোমবার থেকে শুরু হয়েছে পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণীর নিয়মিত ক্লাস। স্বাস্থ্য দপ্তরে সম্মতিক্রমে পূর্বে নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়েছে। একইভাবে স্বাস্থ্যবিধি মেনে সোমবার থেকে রাজ্যের সমস্ত স্কুলে শুরু হয়েছে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের নিয়মিত ক্লাস। তবে বিশেষভাবে স্কুলগুলিতে গুরুত্ব দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে দৈহিক দূরত্ব বজায় রেখে পার্থনা, ক্লাস থেকে শুরু করে খেলাধুলা সমস্ত কিছু।পাশাপাশি গুরুত্ব দেয়া হয়েছে ছাত্র-ছাত্রীদের শারীরিক তাপমাত্রা সঠিক হয়েছে কিনা তা দেখে স্কুলে প্রবেশ করানো এবং নিয়মিত হাত সেনেটাইজ করা। পাশাপাশি ডক্টর পক্ষ থেকে একটি কমিটিও গঠন করা হয়েছে। কমিটি স্কুলগুলি পরিদর্শন করে দেখবে। ছাত্র-ছাত্রীদের উপস্থিতি সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশ মোতাবেক এদিন স্কুল খোলার পর ছিল লক্ষনীয় ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service