জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-বর্তমানে রাজ্যে এক স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম রয়েছে। গণতন্ত্র তথা মানুষের সাংবিধানিক অধিকারকে সর্বত্র গলাটিপে হত্যা করার চেষ্টা চলছে, তারই পরিপ্রেক্ষিতে রাজনৈতিক সন্ত্রাস বন্ধ করা, আমরা বাঙালি দলের নেতৃত্বদের নিরাপত্তার ব্যবস্থা করা সহ চার দফা দাবিতে আমারা বাঙালি দলের রাজ্য কমিটি পক্ষ থেকে রাজ্য পুলিশের মহা নির্দেশকের কাছে ডেপুটেশন প্রদান করা হয় মঙ্গলবার। ডেপুটেশনের পর আমার বাঙালি দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্র পাল জানান, কাঞ্চনপুর থেকে শুরু করে বিরোধী দলের কর্মী-সমর্থকদের উপর আক্রমণ সংগঠিত করছে রাজ্যে দুষ্কৃতিরা। এমনকি কিছুদিন পূর্বে ধর্মনগরে আমরা বাঙালি দলের কর্মী সমর্থকদের উপর দুষ্কৃতিরা হামলা করে। পুলিশের দৃষ্টি আকর্ষণ করলো পুলিশ তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করছে না বলে জানিয়েছেন।
রাজ্য
রাজ্যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম রয়েছে : গৌরাঙ্গ রুদ্র পাল
- by janatar kalam
- 2020-12-29
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this