জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সম্প্রতি রামনগর এলাকায় বিরোধী দলের কর্মী-সমর্থকদের বাড়িতে দুষ্কৃতীদের আক্রমণের ঘটনার পর সোমবার বিরোধী দলনেতা মানিক সরকার পরিদর্শনে যান। তিনি আক্রমণের শিকার হওয়া কর্মী-সমর্থকদের বাড়ি পরিদর্শন করে জানান, এটা মতাদর্শগত, রাজনীতিগতভাবে, সাংগঠনিকভাবে এবং প্রশাসনিকভাবে চূড়ান্ত ব্যর্থতার নিদর্শন হচ্ছে বিরোধীদের বিরুদ্ধে এ ধরনের আক্রমণ কেন্দ্রীভূত করা। বিরোধীরা বলছে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়ে এসেছে তা রক্ষা করুক। আর যদি বিরোধীদের সাথে লড়াই করতে হয় তাহলে সন্ত্রাসবাদ করে শেষ করা যাবে না। পৃথিবীর কোন দেশ থেকে কমিউনিস্টদের শেষ করা যায়নি। অর্থাৎ সন্ত্রাস করে কমিউনিস্টদের শেষ করা যাবে না বলে হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা মানিক সরকার। এটা শাসক দলের ব্যর্থতার পরিচয়। যেসব নতুন ছেলে মেয়েরা সিপিআইএম -এর দিকে এগিয়ে আসছে তাদের বাছাই করে এ ধরনের আক্রমণ শুধু জনবিচ্ছিন্নতাই হবে শাসক দল বলে অভিমত ব্যক্ত করেন। বিরোধী দলের কর্মী-সমর্থকদের উপর সন্ত্রাসবাদ কায়েম করে আক্রমণ চালানো দৃশ্য প্রত্যক্ষ করে মতাদর্শগত ভাবে মাঠে এসে মুখোমুখি লড়াই করার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা মানিক সরকার।
রাজ্য
সন্ত্রাস করে কমিউনিস্টদের শেষ করা যাবেনা হুঁশিয়ারি বিরোধী দলনেতার
- by janatar kalam
- 2020-12-28
- 0 Comments
- Less than a minute
- 4 years ago

Leave feedback about this