জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আগরতলা পুরো নিগমসহ রাজ্যের বিভিন্ন পুরো পরিষদ ও নগর পঞ্চায়েত যথাসময়ে নির্বাচন হয়নি। একইভাবে যথাসময়ে নির্বাচন হয়নি ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ এডিসিতে। জেলা পরিষদ সহ বিভিন্ন স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা প্রশাসক নিয়োগ করা হলেও এগুলিতে শাসক দল আধিপত্য কায়েম করে রেখেছে স্বাভাবিকভাবে মুখ থুবরে পড়েছে সংস্থার কাজকর্ম এই অভিযোগ এনে পুরো সংস্থা এবং জেলা পরিষদে দ্রুত নির্বাচন চায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। তারই পরিপ্রেক্ষিতে সোমবার সদর জেলা কংগ্রেসের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কাছে স্মারক পত্র প্রদান কর্মসূচি হাতে নেওয়া হয়, এদিন কর্মসূচিটি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস প্রাঙ্গণ থেকে সুবিশাল মিছিলের মধ্য দিয়ে রাজধানীর বিভিন্ন পদ পরিক্রমা করে জেলাশাসকের নিকট স্মারক পত্র প্রদান করা হয়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে একই দাবিতে রাজ্যের অন্য জেলাগুলোতেও এই কর্মসূচি পালন করা হবে বলে জানান প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।তাছাড়া স্মারক পত্র প্রদান সহ বিভিন্ন আন্দোলন কর্মসূচিতে কাজ না হলে দ্রুত নির্বাচনের দাবিতে ত্রিপুরা উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়।
রাজ্য
পুরনিগমের একুশটি পৌর সংস্থার নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত ও প্রশাসক নিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল সদর কংগ্রেস কমিটির
- by janatar kalam
- 2020-12-28
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this