2024-12-19
agartala,tripura
রাজ্য

বামুটিয়া নামের সঙ্গে জড়িয়ে রয়েছে কৃষকরা- মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-শুক্রবার বামুটিয়া এলাকায় প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি অনুষ্ঠানের আয়োজন করা হয়, এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিনের অনুষ্ঠানে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী 96 তম জন্ম দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন বিপ্লব কুমার দেব বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন বামুটিয়ার নামের সঙ্গে জুড়ে রয়েছেন কৃষকরা। প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ীজির জন্মজয়ন্তী উপলক্ষ্যে ও কৃষক সম্মান নিধি যোজনা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আহূত ভিডিও কনফারেন্স প্রাক্কালে বামুটিয়ার কৃষকদের উদ্দেশে সম্বোধন করেন। আজকে দেশের কোটি কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ১৮ হাজার কোটি টাকা পৌঁছে দেবে কেন্দ্রীয় সরকার। তার মধ্যে বামুটিয়ার দু’হাজার ৫৪ জন কৃষক রয়েছেন। দু’ঘণ্টার মধ্যে দেশের কোটি কোটি কৃষকের অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে। এই জিনিস আগে কেউ কখনও ভাবতে পারেনি। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির দিশাতেই এটা সম্ভব হয়েছে। তাছাড়া এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন কৃষক কল্যাণ থেকে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ—সবেতেই অনন্য দিশা নিয়ে চলছে মোদীজির সরকার। তপশিলী জাতিভুক্ত ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় অগ্রসর করতে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য ৬০ হাজার কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় সরকার। আগে কেন্দ্রীয় সরকার এর জন্য ১১ শতাংশ টাকা দিত। এবার থেকে ৬০ শতাংশ টাকা দেবে। বাকি টাকা দেবে রাজ্য সরকার। বামুটিয়াতেও বড়মাত্রায় তপশিলী জাতিভুক্ত ছাত্রছাত্রীরা রয়েছেন। তাঁদের ক্ষেত্রেও বড় সুযোগ তৈরি হয়ে গেছে। এক নতুন দিশা নিয়ে চলছে ত্রিপুরা সরকার। আগে আন্দোলনের নামে কৃষকদের পিছিয়ে রাখা হত। ২০১৭ সালে পূর্বতন সরকারের সময়ে রাজ্যের কৃষিবৃদ্ধির হার ছিল ৬.৪ শতাংশ। আড়াই বছরে সেটা বেড়ে ১৩.৫ শতাংশ হয়েছে। আজকে কৃষিবৃদ্ধিতে দেশের মধ্যে ত্রিপুরা তৃতীয়। আমাদের রাজ্যের আয়তন ছোট হতে পারে কিন্তু রাজ্যের মহান কৃষকরা তাঁদের কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে রাজ্যকে গৌরবান্বিত করছেন। এদিনের অনুষ্ঠানে বামুটিয়া এলাকার গরিব ও কৃষক শ্রেণীর মানুষদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service