জনতার কলম,ত্রিপুরা,বিশ্রামগঞ্জ,প্রতিনিধি:- দুর্ঘটনার কবলে একটি বোলেরু গাড়ি। জানা যায় রেল ব্রিজ থেকে প্রায় ৬০ ফুট নিচে রেল রাস্তার পাশে পড়ে যায় টি আর ০৭ ১৬৬২ নম্বরের একটি বোলেরো পিকআপ গাড়ি। ঘটনা বিশ্রামগঞ্জ থানার অধীন নন জলা রেল ব্রিজ এলাকায়। পুলিশ সুত্রে জানা যায় গতকাল গভীর রাতে এই বোলেরো পিকআপ গাড়ি নিয়ে রেল ব্রিজের উপর দিয়ে যাবার সময় গাড়ি উল্টে প্রায় 60 থেকে 70 ফুট নিচে রেল লাইনের পাশে পরে যায়। আহত হয় গাড়ির চালক সুমন মিয়া। আজ ভোরবেলায় ননজলা এলাকার মানুষ রেল ব্রিজ সংলগ্ন এলাকায় এসে এই ঘটনা দেখতে পান। এলাকাবাসীরা জানান রেল রাস্তায় পড়লে রেল চলাচলে বিঘ্ন হত। আজ সকালে একটি রেল গিয়েছে এই রাস্তা দিয়ে এবং রেলটি অল্প কিছুক্ষণ দাঁড়িয়ে বোলেরো পিকআপ গাড়ির অবস্থা দেখেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। তবে বড়দিনের কাকভোরে বিশ্রামগঞ্জ থানা এলাকায় দুটি জান দুর্ঘটনায় হতবাক এলাকাবাসী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যানবাহনের গতি একটি ধারালো ছুরি যা এক নিমিষেই শেষ করে দেয় চালক এবং যাত্রীদের জীবন। এরপরেও চালকরা গতি নিয়ন্ত্রণ না করে অনিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানোর ফলে ঘটছে দুর্ঘটনা।
রাজ্য
রেল ব্রিজ থেকে উল্টে রেল লাইনে পড়ল একটি বোলেরো পিকআপ গাড়ি, আহত চালক
- by janatar kalam
- 2020-12-25
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this