জনতার কলম, এিপুরা,উদয়পুরে প্রতিনিধি:- দীর্ঘ প্রায় ১৮ দিন পর উদয়পুর মহাকুমার বাসিন্দা সুভাষ ভৌমিক বৈরী ডেরা থেকে ফিরে এসেছে নিজ বাড়ি গকুলপুর স্কুলটি টিলাতে। ঘটনার বিবরণ দিতে গিয়ে সুভাষ ভৌমিক জানান গত ৭ ই ডিসেম্বর সুভাষ ভৌমিক. সুবল দেবনাথ এবং গনপতি এিপুরা। গন্ডাছড়া মহাকুমার আন্তর্জাতিক সীমান্তের২২৭৭ থেকে ২২৭৮ নম্বর পিলারের সংকল্প ডিপি পাড়া এলাকার শ্রমিকের কাজ করতে গিয়ে অপরাহণ হয়।পরবর্তী সময়ে পরিবারের লোকজন কোন খবর পায় নি।ফলে পরিবারের মধ্যে দেখা দেয় আতঙ্ক। অবশেষে ২৩ শে ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৫টা ৫০মিনিট নাগাদ ভারত বাংলা সীমান্তের২২৭৩ নম্বরের পিলার সংকল্প ডিপি পাড়া এলাকায় তিন যুক্ত যুবককে দেখতে পায় BSF বৃহস্পতিবার সকালে উদয়পুরে নিজ বাড়িতে গন্ডাছড়া মহকুমা পুলিশ আধিকারিক নেতৃত্বে পুলিশ বাহিনী সুভাষ ভৌমিক কে নিয়ে আসে। সুভাষ বাবু জানান কোন মুক্তিপণ দিতে হয়েছে কিনা তিনি জানেন না। কোন সময় খাবার এক বার কিংবা কখনো দুইবেলা খাবার দিয়েছে। তিনি আরো জানান তাদের বাংলাদেশে কোন এক জায়গায় নিয়ে গেছে তাদের দশ জনের একটি টিম ছিল। প্রত্যেকের হাতে বন্দুক ছিল।
রাজ্য
অপহৃত শ্রমিক সুভাষ ভৌমিক ফিরলেন নিজ বাড়িতে
- by janatar kalam
- 2020-12-24
- 0 Comments
- Less than a minute
- 4 years ago

Leave feedback about this