2024-12-19
agartala,tripura
রাজ্য

রাজ্যজুড়ে কনভেনশনের ডাক প্রদেশ সেবাদল সভাপতি নিত্য গোপাল রুদ্র পালের

জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- বৃহস্পতিবার উদয়পুর জামতলা স্থিত জেলা কংগ্রেস ভবনে কংগ্রেস সেবা দলের এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এদিন এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন সেবাদল এর প্রদেশ সভাপতি নিত্য গোপাল রুদ্র পাল, জেলা কংগ্রেস সভাপতি সৌমিত্র বিশ্বাস, আসাম যুব কংগ্রেসের পর্যবেক্ষেক অভিজিত সরকার, সেবাদল এর উদয়পুরের ইয়ং ব্রিগেড অসীম ভৌমিক। এদিন এই সাংগঠনিক সভায় সেবাদলের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়। এদিন প্রয়াত প্রাক্তন মন্ত্রী মতিলাল ভোরার প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান। সেবাদল এর প্রদেশ সভাপতি নিত্য গোপাল রুদ্র পাল এদিন জানান আগামীদিনে সংঘঠনকে মজবুত করতে গোটা রাজ্যজুড়ে কনভেনশন করা হবে। আাগামীমাসে দিল্লিতে সেবা দলের কনভেনশনে যোগ দিতে এিপুরা থেকে ৮ জনের প্রতিনিধি পাঠানো হবে বলে জানান তিনি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service