জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বায়ু ভিলেজ প্রকল্প রূপায়ণ হতে চলেছে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের অন্তর্গত চড়িলাম ব্লকের অধীন আমতলি ভিলেজ কাউন্সিল বরকরবাড়ী গ্রামে। সেদিকে গুরুত্ব দিয়ে বায়োটেকনোলজি এবং ও এন জি সি’র মধ্যে এক মৌ চুক্তি স্বাক্ষরিত হয় বৃহস্পতিবার। ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কনফারেন্স হলের এ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, ও এন জি সি এসেট ম্যানেজার তরুন মালিক, বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা। এ প্রকল্পে গ্রামীন জৈব প্রযুক্তি, কৃষি প্রযুক্তি সাথে অকৃষিজ কিন্তু পরিবেশবান্ধব প্রযুক্তির সমন্বয় সাধন করে একদিকে যেমন সামাজিক উন্নতির উপর জোর দেওয়া হয়েছে, অন্যদিকে বাস্তুতন্ত্র রক্ষায় এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনার দিকে লক্ষ্য রাখা হয়েছে। এ প্রকল্পের মূল লক্ষ্য আর্থিক দুর্বল পরিবারগুলিকে স্বনির্ভর করে তোলা। বক্তব্যের মধ্য দিয়ে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা এ ধরনের উদ্যোগকে ভুয়সী প্রশংসা করেন।
রাজ্য
বায়ু ভিলেজ টেকনোলজির মৌ স্বাক্ষরিত হল বায়ুটেকনোলজি দপ্তর এবং ও.এন.জি.সি ত্রিপুরা অ্যাসেটের মধ্যে
- by janatar kalam
- 2020-12-24
- 0 Comments
- Less than a minute
- 4 years ago

Leave feedback about this