2024-12-20
agartala,tripura
রাজ্য

সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনা নিন্দা জানিয়ে মৌন বিক্ষোভে ত্রিপুরা ফটো জার্নালিস্ট এসোসিয়েশন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনা বছরের পর বছর ধরে চলে আসছে। একটা সময় যখন ঘটনাগুলো বার ছিল তার আমুক পরিনতি ঘটেছিল সান্তনু সুদীপ এর হত্যাকান্ড। তখন সাংবাদিকরা এ বিষয় নিয়ে আন্দোলনে বসেছিল এবং এই ঘটনা দ্রুত বন্ধ করার জন্য প্রশাসনের কাছে আবেদন রেখেছিল, সম্প্রতি এই ঘটনা মাথাচাড়া দিয়ে ওঠে ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানী আগরতলা প্রেসক্লাবের সামনে মৌন বিক্ষোভে সামিল হোন সাংবাদিক চিত্র সাংবাদিকরা। এদিনের কর্মসূচি থেকে বিশিষ্ট সাংবাদিক সেবক ভট্টাচার্য বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই ঘটনা কিছুটা স্তিমিত ছিল কিন্তু সম্প্রতিকালে আবার এই ঘটনা মাথাচাড়া দিয়ে উঠেছে তাই প্রশাসনের কাছে আবেদন রাখেন এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য তা না হলে শান্তনু সুদীপের মত হতাশাজনক ঘটনা আমাদের দেখতে হতে পারে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। তাছাড়া এদিন আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রণব সরকার এ দিনের কর্মসূচির মূল বিষয় নিয়ে বলতে গিয়ে তিনি জানান যেকোনো রঙেরই হোক সাংবাদিকদের উপর আক্রমণে নিন্দা জানান এবং তিনি বলেন সাংবাদিকদের নিয়ে যদি কারো কোন সমস্যা হয় তাহলে সাংবাদিকদের বিভিন্ন ফোরাম রয়েছে তাদের সাথে কথা বলার জন্য। সাংবাদিকরা রাজ্যের জনগণের স্বার্থে সঠিক তথ্য প্রচারের ক্ষেত্রে প্রতিনিয়ত কাজ করে চলছে, আর সঠিক খবর নিতে গিয়ে রাজনৈতিক কিংবা মাফিয়া দুষ্কৃতিদের হাতে সাংবাদিকদের আহত বা নিহত হওয়ার ঘটনা ঘটে সে দিকে রাজ্য সরকার এবং প্রশাসন কি পদক্ষেপ নেন সেটাই এখন দেখার বিষয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service