2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

রাজ্যের জনগণকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহবান প্রদেশ বিজেপি সভাপতি ডক্টর মানিক সাহার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-রাজ্যের যুবসমাজকে রক্ত দানের মতো মহৎ কাজে এগিয়ে আসা এবং রাজ্যের ব্লাড ব্যাংকের যে রক্তের চাহিদা রয়েছে সেই চাহিদা পূরণে বিভিন্ন সংস্থা অথবা সংগঠনের স্বেচ্ছায় রক্তদান শিবিরের অংশগ্রহণ করে সামাজিক দায়িত্ব পালনের আবেদন রাখলেন প্রদেশ বিজেপি সভাপতি ডক্টর মানিক সাহা শনিবার আড়ালিয়া একতা সংঘ ক্লাব এর 50 তম বর্ষপূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও প্রবীণ নাগরিকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে থেকে। এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল লক্ষণীয় তাছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত, খাদি বোর্ডের চেয়ারম্যান রাজিব ভট্টাচার্য, বিধানসভার অধ্যক্ষ তথা এলাকার বিধায়ক রেবতী মোহন দাস সহ ক্লাবের কর্মকর্তারা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service