2024-12-18
agartala,tripura
রাজ্য

নেশা বিরোধী অভিযানে আবার ও বড় সাফল্য পেল রাজ্যের প্রশাসন

জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :-গোয়েন্দা পুলিশের খবরে 19 টি মোবাইল, 60 কোটা ব্রাউন সুগার,ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিল সমেত দুইজনকে আটক করে আর কে পুর পুলিশ। খবরের প্রকাশে জানা যায়, ডি এসপি অরিন্দম রিয়াং এর নেতৃত্বে এইদিন অভিযান উদয়পুর খিলপাড়া এলাকায় চালানো হয়। খিলপাড়া আবুল হুসেন ও কামাল হুসেন কে আটক করতে সক্ষম হয়।এদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির এনডিপিস অ্যাক্ট মামলা লিপিবদ্ধ করা হয় উদয়পুর আর কে পুর থানায়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service