2024-12-18
agartala,tripura
রাজ্য

দিব্যাঙ্গজনরা নিজেদের স্বভিমান কে জাগ্রত করে উঠে দাঁড়িয়ে এগিয়ে চলার স্বপ্ন দেখেন – রাজ্যপাল

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- আমাদের সমাজে সাধারণ জনগণের মাঝে একটা শ্রেণীর লোকজন রয়েছে যারা একজন সাধারন মানুষের চাইতেও কম নয়, খেলাধুলা থেকে শুরু করে শিক্ষাক্ষেত্রেও টক্কর দিয়ে চলছে নিজেদের অস্তিত্ব ও মেধার পরিচয় দিতে। এরা আর কেউ নয় এরা হলেন দিব্যাঙ্গজন৷ শারীরিক প্রতিবন্ধীকতা কে সমাজ সুস্থ নজরে দেখেন না কিন্তু এদের মধ্যে সুপ্ত যে মেধা ও শক্তি থাকে তা একজন সাধারন মানুষকেও হার মানাতে বাধ্য করে। আজ ৩রা ডিসেম্বর প্রতিবন্ধী পুনর্বাসন সমিতির পক্ষ থেকে রাজধানী আগরতলা রাজভবনে দিব্যাঙ্গ দিবসের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল রমেশ বৈশ এবং সমিতির অন্যান্য কার্য কর্তারা। এদিন রাজ্যের রাজ্যপাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান প্রতিবন্ধীদের মধ্যে এমন লোকজন আছেন যারা অপরকে পরাজিত করতে পারেন কিন্তু কোন প্রতিবন্ধী বলে না যে আমাকে সহায়তা করো এরা চায় কারোর সহায়তা ছাড়াই নিজের স্বভিমানকে জাগ্রত করে আগামী দিনে উঠে দাঁড়িয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন প্রতিবন্ধীরা বলে। দীব্যাঙ্গজনের কল্যাণে সরকারের পক্ষ থেকে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আগামী দিনে তাদের আরো এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয় সেটাই এখন দেখার বিষয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service