2024-12-18
agartala,tripura
রাজ্য

শিক্ষামন্ত্রীর বক্তব্যের জেরে ক্ষোভে ফুটছে ১০৩২৩ এড-হক পে শিক্ষক কর্মচারী সংগঠন

সম্প্রতি ১০৩২৩ নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রীর দেওয়া এক বক্তব্যের জেরে ক্ষোভে ফুটছে অল ত্রিপুরা সরকারি ১০৩২৩ এড-হক পে শিক্ষক কর্মচারী সংগঠন । রবিবার মুক্তধারা অডিটোরিয়াম হলে আয়োজিত হয় অল ত্রিপুরা সরকারি ১০৩২৩ এড-হক পে শিক্ষক কর্মচারী সংগঠনের এক কনভেনশন । কনভেনশনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বিমল সাহাসহ অন্যান্য নেতৃত্বরা। তাদের দাবি রাজ্য সরকার যেন অতিসত্বর ১০৩২৩ এর চাকুরীর স্থায়ী সমাধান দেন , পাশাপাশি সরকার যদি তাদের স্থায়ী সমাধান না করেন তাহলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানান। এদিন ১০৩২৩ এর একজন শিক্ষককে তাদের চাকুরী নিয়ে বিগত সরকারের ভূমিকা জানতে চাইলে তিনি জানান, বিগত সরকার পাশে আছে বলে আশ্বাস দিয়েছিল , তারপর তাদের জন্য ১২০০০ শূন্যপদ সৃষ্টি করেছিল কিন্তু তা পারেনি তাদের ব্যর্থতার জন্য, এই বর্তমান সরকারের আমলে যেন সেই চাকরিগুলি তাদেরকে দেওয়া হয় তার দাবি রাখেন ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service