2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

প্রদেশ বিজেপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পালিত হল দিব্যাঙ্গ দিবস

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- দিব্যাঙ্গদের নিয়ে বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক কর্মসূচি হয়। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি ডা: মানিক সাহা। তিনি বক্তব্য রেখে বলেন, বর্তমানে দেশে ৩ লক্ষ দিব্যাঙ্গন রয়েছে। রাজ্যে ৬৫ হাজার দিব্যাঙ্গন রয়েছে। সরকার তাদের এগিয়ে নিয়ে যেতে ভাতা এবং পুরস্কার প্রদানের ব্যবস্থা করেছে। এমনকি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাদের শারীরিক দুর্বলতার জন্য প্রতিবন্ধীর নামাকরন বদলে দিব্যাঙ্গন রেখেছেন। যাতে করে তারা মানসিক দিক দিয়ে আঘাত প্রাপ্ত না হয়। পাশাপাশি সরকার তাদের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। যাতে করে সমাজে তারা কোনো অংশে পিছিয়ে না থাকে।দিব্যাঙ্গ রা কোন অংশে পিছিয়ে নেই খেলাধুলা থেকে শুরু করে শিক্ষাগত দিক দিয়েও এরা অতি বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে এসেছে তাই তাদেরকে সহমর্মিতা আবার একটু সহানুভূতি চোখে না দেখে সহযোগিতায় সমাজের সকল অংশের মানুষদেরকে এগিয়ে আসার আহ্বান রাখা হয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service