2024-12-19
agartala,tripura
রাজ্য

চলে গেলেন প্রাক্তন বিজেপি কার্যকর্তা পরিতোষ পাল

প্রয়াত হলেন প্রাক্তন বিজেপি কার্যকর্তা পরিতোষ পাল । বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় তার । শনিবার তার মরদেহ নিয়ে আসা হয় প্রদাহ বিজেপি কার্যালয়ে । সেখানে তার প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব , সাংসদ প্রতিমা ভৌমিক , প্রদেশ বিজেপি সভাপতি মানিক দাস ও বিধায়ক সুদীপ রায় বর্মনসহ অন্যান্য নেতৃবৃন্দ । এদিন মুখমন্ত্রী প্রাক্তন বিজেপি কার্যকর্তা পরিতোষ পালের পরিবার ও পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন, পাশাপাশি তিনি বলেন প্রাক্তন বিজেপি কার্যকর্তা পরিতোষ পাল উনার জীবনকালে তিনি পার্টির সহ-সভাপতি, সম্পাদক এবং ট্রেজারার পদে নিযুক্ত ছিলেন, উনি পার্টিকে যেভাবে এগিয়ে নিয়ে গেছেন এবং উনার দেখানো পথকে অনুসরণ করে আগামীদিনে পার্টিকে এগিয়ে নিয়ে যাবেন বলে জানান তিনি ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service