ত্রিপুরা সভাসুন্দর উন্নয়ন কমিটির ডাকে ১৫ই ফেব্রুয়ারী রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীতে মোট ১৫ দফা দাবির ভিত্তিতে এক গণবস্থানের আয়োজন করা হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকার, সিপিআইএম বিধায়ক রতন ভৌমিকসহ অন্যান্য নেতৃবৃন্দ । তাদের দাবি কেন্দ্র ও রাজ্য বাজেটে এস সি / এস টি দের জন্য অর্থবরাদ্দ বৃদ্ধি করা , সি এ এ/ এন আর সি/ এন পি আর বাতিল করা , বিভিন্ন সরকারি দপ্তরে শূন্যপদ পূরণ করা ও ছাত্রছাত্রীদের স্টাইপেন্ডের হার বৃদ্ধি করা । এদিনের অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার বর্তমান রাজ্য সরকারকে এক হাত নেন , তিনি বলেন ২০১৮ বিধানসভা নির্বাচনের আগে বিজেপি যে ২০০দিনের কাজ ও ১৪০ টাকা মজুরি প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলো তা এখনো পূরণ করেনি বলে জানান। পাশাপাশি তিনি বলেন বিগত বামফ্রন্ট সরকার টুয়েবের কাজ এবং ৭৫ দিনের যে কাজের সূচনা করেছিলেন তা এখন ২০ দিনের হয়না এবং মজুরি ও ঠিকমতো দেওয়া হয় না বলে ব্যক্ত করেন তিনি।
রাজ্য
ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি বিজেপি : বিরোধী দলনেতা মানিক সরকার
- by janatar kalam
- 2020-02-15
- 0 Comments
- Less than a minute
- 5 years ago

Leave feedback about this