জনতার কলম, এিপুরা,বক্সনগর প্রতিনিধি :-বক্সনগর চুরির ঘটনা আজ নতুন নয়। চোরের যন্ত্রণায় অতিষ্ঠ বক্সনগরবাসী। সকালবেলা ঘুম থেকে উঠলে শোনা যায় কোন না কোন জায়গায় চুরির ঘটনা, হয় দোকানে না হয় কারোর বাড়িতে চোরের দল হানা দিয়ে হয় গরু না হয় ঘরের আসবাবপত্র টাকা সহ মোবাইল ফোন ইত্যাদি সরঞ্জাম নিয়ে যায়, এই চুরির সাথে জড়িত বক্সনগর এলাকায় কিছু যুবক, যারা সবসময় গাজা অথবা ইয়াবা ট্যাবলেট সেবন করে থাকেন,তাদের কাছে টাকা না থাকলে ইয়াবা ট্যাবলেট খাওয়ার জন্য মানুষের বাড়িতে বা দোকানে হানা দিয়ে থাকে, পুলিশ দীর্ঘদিন ধরে বক্সনগর এর চোরের মাস্টারমাইন্ড,গ্যাংস্টারটি কে আটক করতে তৎপর। অবশেষে দীর্ঘদিন ধরে পুলিশ ফোন ট্যাগ করে বৃহস্পতিবার ছিটকে চার চোরকে আটক করতে সক্ষম হয়। চারজনের মধ্যে দুজন নাবালক, দুই নাবালক চোর হলেন বক্সনগর দক্ষিণপাড়া এলাকার বারেক মিয়ার ছেলে ইকবাল হোসেন, যার বর্তমান বয়স ১৮বছর, অন্যজন হলেন একই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে সাব্বির হোসেন, সাব্বির হোসেন এর বয়সও পনেরো বছর, অপর দুইজন চোর হলেন বক্সনগর আই টি কলেজের অপর পাশে কাকড়ামুড়া এলাকার দুলাল মিয়া, রবিউল হোসেন নামে দুই কুখ্যাত চোর। এই পাষণ্ড চার চোর বর্তমানে কলমচৌড়া থানার গারদে রয়েছে। একেই তো এই করুণা কালীন পরিস্থিতিতে ত্রিপুরায় মানুষ অর্থনৈতিক দুরবস্থা থেকে বাঁচার জন্য হন্যে হয়ে ঘুরছে ঠিক তখনই সমাজের একশ্রেণীর দুষ্ট চক্র চুরিবিদ্যা কে অবলম্বন করে চালিয়ে যাচ্ছে তাদের দৌরাত্ম্য। সাম্প্রতিক 3 মাস আগে মানিক্যনগর গ্রাম পঞ্চায়েতের জাকির হোসেনের ছেলে মুজাহিদ রহমানের ঘর থেকে ভোর রাতে তালা ভেঙ্গে একটি ল্যাপটপ ও দুটি মোবাইল ফোন এই দুই নাবালক নিশিকুটুম্বরা হানা দিয়ে নিয়ে যায়। পড়ে কলম চারা থানা এই বিষয়টি জানালে পুলিশ দীর্ঘদিন ধরে ফোন ট্যাগ করে বক্সনগর এলাকার আরেক নেশাখোর আনোয়ার হোসেনের কাছ থেকে ল্যাপটপটি উদ্ধার করে, তার কাছ থেকে জানা যায়, চোরের দল 500 টাকার বিনিময়ে তার কাছে এই ল্যাপটপটি বিক্রি করেছে,অপরদিকে বাকি দুইজন চোরকে আটক করেছে ভেলুয়ারচর এলাকার জৈনিক ব্যক্তির বাড়ি থেকে মোবাইল ফোন ও স্বর্ণ অলংকার নিয়ে আসে। গত ছয় মাস ধরে বক্সনগর এলাকায় কয়েকশো চুরির ঘটনা ঘটে যায়, পুলিশ এতদিন উপযুক্ত প্রমাণের অভাবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি, তবে কি এতদিন যে চুরি গুলি হয়েছে এই চোর চক্রের সাথে কি এই অভিযুক্ত চার চোরই জড়িত রয়েছে প্রশ্ন জনমনে? তবে জনগণের অভিযোগ প্রায় অনেকদিন ধরেই এই চোর চক্রের জন্য তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। আগামী দিনে বক্সনগর এর চুরির ঘটনা বন্ধ করতে হলে তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে অভিজ্ঞ মহলের ধারণা।
রাজ্য
বক্সনগরে চার ছিটকে চোরকে গ্রেপ্তার করল কলমচৌড়া থানার পুলিশ
- by janatar kalam
- 2020-11-20
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this