2024-12-19
agartala,tripura
রাজ্য

মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য-এর নাম ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিলো । বক্তা মুখ্যমন্ত্রী ।

প্রজাতন্ত্র দিবস এবং ৪৯ তম ক্লাব প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে ব্লু লোটাস ক্লাবের উদ্যোগে
আয়োজিত হয় ধলেশ্বরী উৎসব ২০২০ । বৃহস্পতিবার অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন ,আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য-এর নাম ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল । বিজেপি এই পি এফ টি সরকার রাজ্যে প্রতিষ্ঠা হওয়ার পর আগরতলা বিমানবন্দরকে মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য-এর নামে নামকরণ করা হয় । ফলে দেশ বিদেশের মানুষ রাজ্যে আসলেই প্রথমে উনার নাম দেখতে পাবেন । এদিন মুখ্যমন্ত্রী বিরোধী রাজনৈতিক দলগুলির উদ্দেশ্যে বলেন, ২০২৪ এর লোকসভা নির্বাচনে , বিরোধীদের একটি সিট পাওয়াও মুশকিল হয়ে যাবে ।
সেই সঙ্গে ব্লু লোটাস ক্লাবের এই উদ্যোগকে সাধু বাদ জানান তিনি । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরনিগমের মেয়র প্রফুল্ল জিৎ সিন্হা, খাদি বোর্ডের চেয়ারমেন রাজীব ভট্টাচার্যী সহ অন্যান্য বিশিষ্টরা । অনুষ্ঠানের শুরুতেই নেতাজি সুভাষ চন্দ্র বোসের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী সহ আগত অতিথিরা । তারপর অনুষ্ঠিত হয় রক্তদান শিবির । মহারানীর নামে আয়োজিত এই ধরণের অনুষ্ঠান রাজ্যবাসীর সামনে ত্রিপুরার রানীদের কৃতিত্বের কাহিনী তুলে ধরবে বলেও অভিমত বেক্ত করেন মুখমন্ত্রী বিপ্লব কুমার দেব ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service