রাজ্যে নারীঘটিত অপরাধ ক্রমাগতভাবে দিন পর দিন বৃদ্ধি পেয়ে চলছে। প্রত্যেকদিন রাজ্যের কোন না কোন প্রান্তে এই অপরাধ সংগঠিত হচ্ছে। রাজ্যের শাসক থেকে বিরোধি দল এই অপরাধের বিরুদ্ধে সোচ্চার। তা সত্বেও বিরোধি দল সিপি আইএমের এক নেতার বিরুদ্ধে উঠল জোরপূর্বক এক গৃহবধুকে ধর্ষনের চেষ্টার জঘন্যতম অভিযোগ। ঘটনা কমলাসাগর বিধানসভা কেন্দ্রের মধুপুর থানাধীন কইয়াডেপা এলাকায়। অভিযুক্ত সিপিআইএম নেতার নাম রুস্তম আলম। জানা যায় অভিযুক্ত রুস্তম আলম গৃহবধুটিকে ধর্ষনের চেষ্টা চালায় বলে, গৃহবধুর চিৎকার শুনতে পেয়ে এলাকাবাসীরা এগিয়ে আসলে অভিযুক্ত নেতা সেখান থেকে পালিয়ে যায় বলে। ঘটনার বিবরনে গৃহবধূটি জানায় ধর্ষনের চেষ্টার পাশাপাশি গলায়, হাতে, এবং মাথায় বেধরক আক্রমণ করে এবং প্রানে মারারও চেষ্টা চালায় বলে এবং এই ঘটনার বিরুদ্ধে নির্যাতিতা গৃহবধু মধুপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। তাছাড়া অভিযুক্ত রুস্তম আলম রাজ্যে বামফ্রন্ট ক্ষমতায় থাকাকালীন নানা ধরনের অবৈধ কার্যকলাপের সাথে জড়িত ছিলেন বলে জানা যায়। এদিকে মধুপুর থানার পুলিশ সেই মামলা হাতে নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তারের উদ্দেশ্যে মাঠে নেমেছে। মধুপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় কিনা অন্য কয়েকটি মামলার মত এই ন্যাক্কারজনক ঘটনাটিও চাপা পড়ে যায় সেটাই এখন দেখার।
রাজ্য
বিরোধী দল সিপিআইএম নেতার দ্বারা এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত পলাতক, তদন্তে পুলিশ
- by janatar kalam
- 2020-11-11
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this