2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

মঠ চৌমুনী বাজার অভিযানে নামল এনফোর্সমেন্ট দপ্তর

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- নিত্য দিনের মতো পুলিশ প্রশাসন ও এনফর্সমেন্ট দপ্তরের যৌথ উদ্যোগে রাজধানীর মঠ চৌমুনী বাজার অভিযানে নামলো। অভিযানে নেমে দপ্তরের আধিকারিক মঠ চৌমুনী বাজারে সবজি ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে মাস্ক পরা নিয়ে যে সচেতনতা রয়েছে তা দেখে খুশি ব্যক্ত করলেন। তাছাড়া বাজারে সবজির মূল্য নিয়ে বলতে গিয়ে তিনি জানান বাজারে প্রত্যেক সবজির ক্ষেত্রে জায়গার প্রকারভেদে 70 টাকা থেকে প্রায় 200 টাকা অব্দি মূল্য ধার্য করা হয়েছে। তাছাড়া সবজি ব্যবসায়ীদের কাছে দফতরের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে যে ন্যূনতম লাভ রেখে সবজি সামগ্রী বিক্রয় করার জন্য। পাশাপাশি তিনি ক্রেতারা তাদের কথায় সহমত পোষণ করেছেন বলে জানান।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service