জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- পুজোতে ঘুরতে বেরিয়ে নরপিশাচদের আক্রমনের মুখে পড়েন রাজ্যের খ্যাতনামা লোকসংগীত শিল্পী। রাজ্যের পুলিশ প্রশাসন থেকে শুরু করে মহিলা কমিশন নারী সমিতি ও মহিলা মোর্চা তারা সবসময়ই নারীদের প্রতি মায়াকান্না করে থাকেন কিন্তু রাজ্যের বুকে লালন কন্যার উপর শ্রীলতাহানি হয়েছে তা নিয়ে কোন মহল এখন পর্যন্ত মাঠে নামতে দেখা যায়নি। রাজ্যে আইনের শাসন চলছে বলে নেতা-নেত্রীরা এ ধরনের বক্তব্য সবসময় জনসমক্ষে তুলে ধরেন। রাজ্যে আইনের শাসন থাকলে কি করে শ্লীলতাহানীর শিকার হতে হল লোকসংগীত শিল্পীকে। বন্ধুদের সাথে দুর্গাপূজায় বের হবার পর রাস্তার মাঝখানে তাকে আটকে নরপিশাচরা তার সাথে অকথ্য ভাষায় কথাবার্তার সাথে সাথে শরীরে স্পর্শ করা শুরু করেছে। এর মধ্যে কতিপয় কিছু যুবক যাদেরকে আমরা দেশের ভবিষ্যৎ বলি তারাই প্রতিবাদে গলা না ফাটিয়ে সবগুলো ভিডিও ক্যামেরা করতে ব্যস্ত। রাজ্যের বুকে শ্লীলতাহানীর ঘটনায় নারীনেত্রীরা চুপ করে বসে আছেন তারা আছে শুধু বহি রাজ্যে যে-কোনো নারী নির্যাতন হলে তারপর তারা বড় মিছিল করে রাজপথ কাঁপিয়ে দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর সাজা দাবি জানান, কিন্তু রাজ্যের লোকসংগীত শিল্পী উপর এই ধরনের ঘটনা বুদ্ধিজীবি মহল মেনে নিতে পারছেন না। এই ঘৃন্য ঘটনার সাথে জড়িত একজন আসামীকে গতকাল গ্রেপ্তার করে আমতলী থানার পুলিশ তারপর আজ এই ঘটনার সাথে জড়িত আরও তিনজনকে আজ জালে তুলল রাজ্যের প্রশাসন। রাজ্যের বুকে এ ধরনের ঘটনার ফলে নারিঘটিত অপরাধের মাত্রা আরো এক ধাপ বেড়ে গেল বলে মনে করছেন অভিজ্ঞ মহল।
রাজ্য
লোকসঙ্গীত শিল্পী শ্লীলতাহানি ঘটনার সাথে জড়িত আরো ৩ জনকে আটক করল আমতলী থানার পুলিশ
- by janatar kalam
- 2020-10-29
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this